মঙ্গলবার ১ মার্চ ২০২২ - ২১:৩৫
মে'রাজুন নাবী (সঃ) উপলক্ষে মিলাদ ও মাহফিল

হাওজা / হযরত আলী (আঃ) ও হযরত আলী আসগার (আঃ)- এর শুভ জন্মদিন ও মে'রাজুন নাবী (সঃ) উপলক্ষে মিলাদ ও মাহফিল

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, হযরত ইমাম আলী (আঃ) ও হযরত আলী আসগার (আঃ)- এর শুভ জন্মদিবস এবং মে'রাজুন নাবী (সঃ) উপলক্ষে বিরাট মিলাদের আয়োজন করা হয়।

স্থানঃ আলে ইমরান (আঃ) জামে মসজিদ, ঘোনারবন, উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।

পরিচালনায়: হোসায়েনী কমিটি ও আলী আসগার (আঃ) ফাউন্ডেশন ও ঘোনারবন গ্রামবাসী বৃন্দ।

মাহফিলে কুরআন তিলাওয়াত করেন জনাব ক্বারি মাওলানা মুহাম্মাদ তাফাজ্জুল হোসেন সাহেব (উত্তর ২৪ পরগণা)

পরিচারক: জনাব আনোয়ার আলী সাহেব (ঘুনি পাটলি)

মাহফিলে বক্তব্য রাখেন জনাব মাওলানা সৈয়েদ ফিরোজ হোসায়েন যায়েদী সাহেব কিবলা (আঞ্জুমানে ৭২ শহীদানে কারবালার প্রতিষ্ঠাতা), যাকিরে আহলে বাইত জনাব মাওলানা আসগার আলী সাহেব (ইমামে জুমআ আমরুলগাছা)

কবিগণঃ-

(৪) জনাব নাসির হোসায়েন (মিন্নু) সাহেব (সলুয়া)

(৫) জনাব নূর ইসলামী সাহেব (নারিকেলবেড়িয়া)

(৬) জনাব মুনিরুল আলী সাহেব (গোয়ালাটি)

(৭) জনাব কাসেদ আলী সাহেব (বকচরা)

(৮) জনাব মোফাজ্জেল আব্বাস সাহেব (ঘোনারবন)

(৯) জনাব আকিব হোসেন জাভেদ (টিপু) সাহেব (ঘোনারবন)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha